আবারো হারল সাকিব-মুশফিকরা
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে হেরেই চলেছে করাচি কিংস। শনিবার কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পাঁচ উইকেটে হার মানলো সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের দিয়ে গড়া দলটি।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে করাচি। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন শোয়েব মালিক। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ভাইন্স। করাচির হয়ে এই ম্যাচেও জ্বলে উঠেনি সাকিবের ব্যাট। ১৯ বল মোকাবেলা করে মাত্র ১০ রান করে এই ম্যাচেও ব্যর্থতার পরিচয় দেন তিনি। আর মুশফিক ৫ বল মোকাবেলায় করেন ৬ রান।
১২৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের সাত বল বাকি থাকতে জয় তুলে নেয় কুয়েত্তা গ্ল্যাডিয়েটরস। আহমেদ শেহজাদের ৪১, সরফরাজ আহমেদের অপরাজিত ২৯ ও কেভিন পিটারসেনের ২৬ রানে ভর করে জয় পায় কুয়েত্তা। করাচির বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান উসমান মীর। আর একটি করে উইকেট তুলে নেন সাকিব আল হাসান ও ইমাদ ওয়াসিম।