আমি নির্বাচিত হলে নগরীকে শান্তির শহরে রূপান্তিত করবো : আঞ্জুম সুলতানা সীমা

নিজস্ব প্রতিবেদক :
আ’লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা শনিবার নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ শেষে সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে কুমিল্লাকে শান্তির শহরে রূপান্তিত করবো। তিনি আরও বলেন, নগরবাসী শান্তি চায়, নেতা ও নেতৃত্বের পরিবর্তন চায়। আমি সিটি বাসীকে বলবো আমরা স্বাধীনতার ৪৭ বছর অতিক্রম করেছি। এ ৪৭ বছরে অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছি, অনেকের শাসন দেখেছি কিন্তু আমরা শান্তি পাইনি। আমরা যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাই তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে সত্যি কিন্তু ভোটারদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। আমি নগরবাসীকে অনুরোধ করবো ১টি বার নৌকা মার্কায় ভোট দিয়ে নিরব ব্যালট বিপ্লব ঘটিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।