ইউটিউবে প্রকাশ ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের প্রথম গান
বিনোদন ডেস্ক: রিয়াজ তখন সবে মাত্র স্ট্রোকের ধকল সেরে কিছুটা সুস্থ। শুটিংয়ে ফিরেছেন। এর মধ্যে গানের সিকোয়েন্সে ভিজতে হবে। শীতের মধ্যে রিয়াজকে ভেজাতে হবে এমনটা চাইছিলেন না শাওন নিজেও। কিন্তু কি আর করা, গানটাইযে এমন। ‘এই, চলো না বৃষ্টিতে ভিজি’ শিরোনামে মেহের আফরোজ শাওন নির্মিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’র প্রথম গানটি মুক্তি পেলো আজ। হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত চলচ্চিত্রটি নিয়ে ইতিমধ্যেই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ নিজেই। সুর ও সঙ্গীতায়োজন করেছেন এসআই টুটুল।
উল্লেখ্য, ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা মাহি, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস প্রমূখ। চলচ্চিত্রটির অনলাইন মিডিয়া পার্টনার বাংলামেইল।
দেখুন সদ্য মুক্তিপ্রাপ্ত গানটি…………….