‘কফি উইথ করণ’-এ ভাইদের নিয়ে সালমান
চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর সবচেয়ে বড় তারকা ছিলেন বলিউড অভিনেতা সালমান খান। এবারও অনুষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ভাইজান।
জানা গেছে, অনুষ্ঠানটির শততম পর্বে সালমান নিজের ভাইদের নিয়ে উপস্থিত হবেন। ফলে শততম পর্বে করণের সঙ্গে আড্ডা দেবেন তিন খান- সালমান, আরবাজ ও সোহেল।
সালমান অনুষ্ঠানটিতে পূর্বে উপস্থিত হলেও আরবাজ ও সোহেল এবারই প্রথম। এর আগে সালমান ও তার বাবা সেলিম খান চতুর্থ বর্ষের প্রথম পর্বে উপস্থিত হয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান তিন ভাইসহ করণের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তাতেই জানা গেলো করণের শততম পর্বের এ চমকের খবর। অবশ্য পর্বটি কবে প্রচার হবে তা এখনও জানা যায়নি।
গত বছর এই অনুষ্ঠানে এসে সালমান নিজেকে ‘ভার্জিন’ দাবি করেছিলেন! এবার কী করবেন তা সময় হলেই জানা যাবে।
‘সুলতান’-এর সাফল্যের পর সালমান এখন পরিচালক কবির খানের ‘টিউবলাইট’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এরপর ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর কাজ শুরু করবেন। আর সোহেল খানের সর্বশেষ পরিচালনা করা ছবি ছিল ‘ফ্রিকি আলি’। অন্যদিকে সানি লিওনির বিপরীতে ‘তেরা ইনতেজার’ ছবিতে অভিনয় ব্যস্ত আছেন সালমানের আরেক ভাই আরবাজ খান।
সূত্র: এনডিটিভি।