কবিতা: তুমি আছ তাই

ইয়াছিন আরাফাত:
তুমি আছ তাই
ভালোবাসা চাই।
তুমি না থাকিলে
কেমন করে পাই।
তোমারই জন্য
আমারই জন্ম,
সুন্দর এই পৃথিবীতে।
তুমি ভালো আছ
তোমার ঐ পুরনো পরিবারে।
আমারই পরিবারে আসলে হবে
এক নতুন সংসার গড়ে।
সংসার যদি হয় ভালো
সংসার হবে আরো।
তাইতো মনে প্রাণে বেসেছি তোমায় ভালো।
যাতে আলোকিত ঘরে
সংসার গড়তে পারি আরো।
একথা যদি হয় ভালো
তাহলে বিয়ে করার সময় দেখবেন না, মেয়ে সুন্দর না কালো।
যদি হয় চরিত্র ভালো
তবে সেই কালো হলেও আধার ঘরের আলো।
তাই দেখে শুনে করবেন বিয়ে
যাতে মেয়ে পান ভালো।