কুমিল্লার বরুড়ায় আজ কৃষি ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত
সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় ব্যাংক কর্মকর্তা ওসমান গণিসহ ১০ জন আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, ১৮টি পরিক্ষার মধ্যে ৮ টি রিপোর্ট নেগেটিভ আসে। ১০টির রিপোর্ট পজেটিভ আসে।
করোনায় আক্রান্ত রোগীরা হলেন- শাকপুরের মামুন হোসেন, রাজাপুরের রুহুল আমিন, আড্ডার ওসমান গণি, সিংগুরের আলী আশ্রাফ, বরুড়ার নুরুল ইসলাম, আদ্রার মাহফুজুর রহমান, শাহাপুরের ওসমান গণি ( তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক,পুলিশ লাইন, কুমিল্লা শাখার আইটি অফিসার), জাঙ্গালিয়ার মোঃ ফারুক হোসেন (তিনি প্রবাস ফেরত), জাঙ্গালিয়ার (মহেশপুর) দেলোয়ার হোসেন ও ছোট রাড়ির রাসেল।