কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

কুমিল্লার সুবর্ণপুর এলাকা থেকে গাঁজাসহ মোঃ আলম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বিকালে সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক কারবারি কুমিল্লার কাটাবিল এলাকার মোঃ মোন্তাজ মিয়ার ছেলে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।