কুমিল্লায় নববর্ষে বন্দীরাও মেতেছে আনন্দে
স্টাফ রিপোর্টার ||
‘কহিব আনন্দ ভরে নতুন বৎসর সবাই আপন মোর কেহ নাহি পর…’ এ স্লোগানে নববর্ষে এবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দীরাও মেতে উঠেছেন আনন্দ-উচ্ছাসে। বর্ষবরণ উৎসব উপলক্ষে গত শুক্রবার কারা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় বন্দীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার নাশির আহমেদ, ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম, মো. বিল্লাল উদ্দিন ও শাহনাজ বেগম। এদিকে বর্ষবরণ উপলক্ষে সকাল থেকেই বন্দীরা কারা অভ্যন্তরের একটি মাঠে একে একে সমবেত হতে থাকে। সকাল ৯টায় শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বন্দীদের মধ্যে বিমল, সোনা মিয়া, রুবেল, মোক্তার হোসেন, আবুল কালাম আজাদ, রাসেল, বাবুল, মেহেদী মামুনসহ অনেকেই স্বেচ্ছায় মঞ্চে ওঠে গান পরিবেশন করেন। বন্দী শিল্পীদের কণ্ঠে ‘আকাশটা কাপছিল কেন-জমিনটা নাচছিল কেন’ ‘আমার মনের যত কথা খুইলা কমু তারে’ ‘মাটির ভিতরে হবে ঘর’ ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’ ‘আগে জানলে না করিতাম পিরীতি’ এবং ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’সহ অসংখ্য গান-সূরের মূর্ছনায় মেতে উঠেন সকলে। পরে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে কারা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় বন্দীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।