কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই দুপুরে কুমিল্লা সদরের টিক্কারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোঃ রাকিব (২০) নামের একজনকে আটক করা হয়। সে কুমিল্লা সদরের দক্ষিণ শরীফপুর গ্রামের টনু মিয়ার ছেলে।
পৃথক একটি অভিযানে ৮ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা কমার্স কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের পূর্ব খোদাইতলী গ্রামের মৃত. জজু মিয়ার ছেলে মোঃ ডালিম ও বুড়িচংয়ের মিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে আলামিন (১৯)।
রবিবার (৯ জুলাই) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।