চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্তে এগিয়ে কুমিল্লা জেলা

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত জেলা হিসেবে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জেলা। কুমিল্লায় সর্বমোট করোনায় আক্রান্ত ৯৩ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কুমিল্লা জেলায় সোমবার পর্যন্ত জেলার ১৭ উপজেলার মধ্যে ১৫ উপজেলায় করোনা রোগি পাওয়া গেছে ৯৩ জন।
নতুন করে কেউ সুস্থ্য হয়নি। কুমিল্লায় করোনা ভাইরাসমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ জন।
কুমিল্লার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে ১৫ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এসব উপজেলায় এখন পর্যন্ত (৪ মে ) ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা সদরে একজন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ৯ জন, দেবিদ্বারে ২১ জন, মেঘনায় ১ জন, বরুড়ায় ৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ,মনোহরগঞ্জে ৪ জন, মুরাদনগরে ৭ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১১ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৩ জন।