চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামি এক মহিলা গ্রেফতার

আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী রাজিয়া বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া রাজিয়া বেগম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল খালেকের স্ত্রী।
জানা গেছে, ২০১৪ সালের একটি মামলায় আদালত রাজিয়া বেগমের(৪৫) বিরুদ্ধে ছয় মাসের সাজা দেয়। এরপর দীর্ঘদিন সে পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক হিরণ কুমার দে, সহকারি উপ-পরিদর্শক জাকির হোসেন ও সহকারি উপ-পরিদর্শক শাহজাহানের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে রাজিয়াকে গ্রেফতার করা হয়।