জায়নামাজে দাঁড়ানোর পর এই দোয়াটি পড়তে হয়
ইসলাম ডেস্ক: আমরা নামাজের জন্য যখন জায়নামাজের উপর দাঁড়ায়, তখন একটি বিশেষ দোয়া পাঠ করতে হয়। দোয়াটি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য দোয়াটি নিচে দেয়া হলো।
বাংলা উচ্চারণ: ইন্নী ওয়াজজাহাতু ওয়াজ হিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল…
… আরদা হানীফাওঁ অমা আনা মিনাল মুশরিকীন।
বাংলা অর্থ: নিশ্চয়ই আমি সব কিছু থেকে বিমুখ হয়ে একমাত্র তাঁর দিকে একাগ্রচিত্তে মুখ করলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। বস্তুত আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।