ডি ক্যাপ্রিওর সঙ্গে গভীর সম্পর্ক স্বীকার করলেন কেট উইন্সলেট

বিনোদন ডেস্কঃ
সারা দুনিয়ার সিনেমা দর্শকদের মন জয় করা টাইটানিক জুটি লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেইট উন্সলেটের সম্পর্ক ভাঙার নয়। তারা অনেক আগে থেকেই একে অপরের সঙ্গে গভীর মানসিক সম্পর্কে জড়িয়ে আছেন।
সম্প্রতি এই দুই তারকার ঘনিষ্ট কিছু ছবি পাপারাজ্জিদের বরাত দিয়ে প্রকাশিত হলে অনেকেই কানাঘুষা শুরু করে যে, এই দুই তারকার মধ্যে ডেটিং চলছে নিয়মিত। দাবি ওঠে, তাদের মধ্যকার সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। এমন আলোচনায় নীরবতা ভাঙলেন কেট উইন্সলেট নিজেই। জানালেন, তাদের সম্পর্ক আসলেই অনেক গভীরের।
ডি ক্যাপ্রিওর সঙ্গে সম্পর্ক নিয়ে গ্ল্যামার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে ৪১ বছর বয়সী কেট জানান, ‘আপনারা নিশ্চয়ই জানেনা কিংবা জানতে চাইবেন না যে, আমাদের মধ্যে সর্বশেষ কথোপকথনগুলো কী ছিলো। কারণ এটা এত হাস্যকর যে, আমি হেসেই খুন।’
কেট বলেন, ‘আমরা একে অপরকে বলছিলাম- আমরা যেসব কথা বলছি, সেসব জানতে পারলে বাকী দুনিয়া কী ভাববে?’
এসময় গ্ল্যামারকে তিনি বলেন, ‘আমরা কী নিয়ে আমরা কথা বলছিলাম, তা আপনাদেরকে আমি বলতে পারবোনা। কিন্তু হ্যা, গভীর, খুব গভীর একটা সম্পর্ক আমাদের মাঝে। আমরা এক হলে এখনো টাইটানিক সিনেমার বিভিন্ন সংলাপ অবচেতনে আওড়ে চলি…।