শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তামিমের সঙ্গেও মশকরা রমিজের (ভিডিও)

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০১৬

romij-tamimস্পোর্টস ডেস্ক: একদিন আগে সাকিবের সঙ্গেও এক প্রকার কাণ্ডজ্ঞানহীন কর্ম করে সংবাদের শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের ‘ইংরেজি জানা’ ধারাভাষ্যকার রমিজ রাজা। ম্যাচসেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পুরস্কার প্রায় তুলেই দিয়েছিলেন সিমন্সকে। পুরস্কার নিয়ে সিমন্স মঞ্চ ছাড়ার আগে তড়িগড়ি করে ভুল স্বীকার করে সাকিবের নাম ঘোষণা করেন ম্যাচসেরা হিসেবে। এবার তামিমের সঙ্গে ঘটালেন নতুন কাণ্ড।

লাহোর কালান্ডার্সের বিপক্ষে শনিবার ম্যাচসেরা হন পেশোয়ার জালমের তামিম। বাংলাদেশি এই ওপেনার ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় রমিজই ছিলেন মঞ্চে। সবাইকে অবাক করে দিয়ে রমিজ তামিমের কাছে প্রশ্ন রাখেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজি কি চলবে? রমিজ কথা শেষ করেননি। তবে নাকির যেভাবে থেমেছিলেন, বোঝাই যায়। খুব সম্ভবত তামিম উর্দুতে বলবেন কি না, সেটিই জানতে চান। তামিম বুঝিয়ে দেন, ইংরেজিতেই তিনি বলবেন। এরপর ইংরেজিতেই কথা হয় দুজনের।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন….

https://youtu.be/10evm69aUZA

আর পড়তে পারেন