দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন হাজারী , দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে ১১৫পিছ ইয়াবাসহ জীবন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টায় উপজেলা সদরের তুজারভাঙ্গা বেপারী বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। জীবন মিয়া তুজারভাঙ্গা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সুদর্শনের নেতৃত্বে পুলিশের একটি দল তুজারভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জীবন মিয়াকে আটক করা হয় ।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে। জীবন মিয়ার নামে আরো ৫/৬টি মাদক মামলা রয়েছে বলে এই কর্মকর্তা জানান।