নগরীর মুরাদপুরে গৃহবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকায় ঘরের সিলিংয়ের সাথে ফাঁসিতে ঝুলে ফয়জুন্নেসা বেগম (৪০) নামের এক গৃহবধু আতœহত্যা করেছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত ফয়জুন্নেসা বেগম নগরীর মুরাদপুর এলাকার মনির হোসেনের স্ত্রী। তাদের সংসারে দুইজন ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সমিতির সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটি করে অভিমান করে ফয়জুন্নেসা বেগম আত্মহত্যা করেন।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।