শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

'মহানায়িকা' হচ্ছেন ঋতুপর্ণা!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০১৬

rituporna_newsshomoyবিনোদন ডেস্ক : মহানায়িকা শব্দটা বাঙালির সিনেমার ইতিহাসে অদ্ভুত ভাবে জড়িয়ে গেছে কেবল একজনের সঙ্গেই। তিনি বাংলা সিনেমা জগতের উজ্জল নক্ষত্র সুচিত্রা সেন। অসামান্য রূপ, একচেটিয়া হিটের রেকর্ড, তুখোড় ব্যক্তিত্ব আর আমৃত্যু অটুট রহস্য- তিনি ছাড়া আর কে-ই বা দখল করতে পারেন মহানায়িকার এই খেতাব!

কিন্তু, এবার সেই শব্দটা জুড়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তর সাথেও। সৈকত ভকতের আগামী ছবিতে তিনি-ই মহানায়িকা। শহরের পথে চোখ ফেললেই দেখা যাচ্ছে, মহানায়িকা-রূপী ঋতুপর্ণার রূপমাধুরী।

আর, তার সঙ্গে জন্ম নিচ্ছে অনেক অনেক প্রশ্নে। মহানায়িকা নামের এই ছবি কি সুচিত্রা সেনের বায়োপিক? প্রস্তাব তো উঠেছিল ম্যাডাম সেনের বায়োপিক বানানোর। কথাও চলছিল নায়িকা নির্বাচনের। সেই তালিকায় একই সঙ্গে উঠে এসেছিল রাইমা সেন আর ঋতুপর্ণা সেনগুপ্তর নাম।

তবে কি রাইমাকে টেক্কা দিয়ে ঋতুপর্ণাই পা রাখলেন সুচিত্রা সেনের চলন্ত পথে? ছবিতে তো তার নাম শকুন্তলা সেন

আর পড়তে পারেন