মেঘনায় গুলিবিদ্ধ লাশটির পরিচয় মিলেছে

সেলিম সজীবঃ
কুমিল্লার মেঘনা উপজেলায় লুটেরচর এলাকায় সেতুর নিচে পাওয়া অজ্ঞাত লাশটির পরিচয় মিলেছে। তার নাম জাহাঙ্গীর (৩৫)।
তিনি লুটেরচর ইউনিয়নের বড়বায় পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
মঙ্গলবার মেঘনা থানার ওসি এ.এস.এম সামছুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, সোমবার গুলিবিদ্ধ অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনও ক্লু পাওয়া যায়নি। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।