সদর দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রকিবুল হাসান রকি, সদর দক্ষিণঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর মোল্লা (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ১১ নং পেরুল উত্তর ইউনিয়নের কাকসার মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর ওই বাড়ির ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, দুপুরে জাহাঙ্গীর ধান মাড়ানোর (ভাঙার) জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।