সিলেটকে হারিয়ে কুমিল্লার জয়
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিপক্ষে ৬৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৬তম ম্যাচে কুমিল্লাকে ৬৯ রানের টার্গেট দিয়েছে সিলেট।এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৪.৫ ওভারে ৬৮ রানে থেমে যায় সিলেটের ইনিংস।
সিলেটের হয়ে ব্যটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ০, আন্দ্রে ফ্লেচার ৪, লিটন দাস ৬, আফিফ হোসেন ০, নিকোলাস পুরান ০, সাব্বির রহমান ৬, সোহেল তানভীর ৫, তাসকিন আহমেদ ৪, নাবিল সামাদ ০, আল আমিন হোসেন ৫ রান করেন। কাপালি ৩১ বলে অপরাজিত থেকে করেন ৩৩ রান।
বল হাতে কুমিল্লার মেহেদী হাসান প্রথম ওভারে তুলে নেন তিনটি উইকেট। নিজের ৪ ওভার শেষে তুলে নেন চারটি উইকেট। ওয়াহাব রিয়াজ নেন তিনটি উইকেট। লিয়াম ডসন নিজের ৩ ওভারে ৪ রানের বিনিময়ে নেন দুটি উইকেট এবং মোহাম্মদ সাইফুদ্দিন পান একটি উইকেট। ইনিংস শেষে শহীদ আফ্রিদি উইকেট শূণ্য থাকেন।