স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বুড়িচং উপজেলা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রুমি।
এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি জানান, বঙ্গবন্ধু কন্যা ,বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত এবং নির্দেশনাকে স্বাগত জানিয়ে আপনাদের দোয়া, ভালোবাসা,ও সমর্থনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে বুড়িচং উপজেলা কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলাম । অতীতের ন্যায় আপনারা যেভাবে আমাকে দোয়া ,প্রার্থনা ,ভালোবাসা এবং সমর্থন দিয়ে পাশে থেকেছেন । তার ন্যায় এই সংসদ নির্বাচনেও আপনাদের দোয়া ,প্রার্থনা ,ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমার পাশে থাকবেন বলে আশা করছি । আপনাদের আন্তরিক দোয়া ,প্রার্থনা ,ভালোবাসা এবং সমর্থনে আমি বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।