শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫২ ছাগলরে মৃত্যু সিগারেটের আগুনে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০১৬

fire isolated over black background
চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট এলাকায় সিগারেটের আগুন থেকে ঘটা অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৫২ টি ছাগল মারা গেছে। বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে পোস্তারপার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোলরুমের অপারেটর বিশান্তর বড়ুয়া বলেন, কারো ছুড়ে ফেলা জলন্ত সিগারেট থেকে পোস্তারপার এলাকায় ছাগল রাখার ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় দুইজন মালিকের দুটি ছাগল রাখার ঘর পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়ে ৫২ টি ছাগলের মৃত্যু হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে খামার থেকে কিনে ছাগলগুলো খুচরা বাজারে বিক্রির জন্য সেখানে জড়ো করা হয়েছিল। নগরীর পাহাড়তলী, সাগরিকা, বিবিরহাটসহ বিভিন্ন বাজারে ছাগলগুলো বিক্রি করা হতো, বলেন অপারেটর বিশান্তর বড়ুয়া।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের ৩টি গাড়ি এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ৩ লাখ টাকা।

আর পড়তে পারেন