বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে অস্বাস্থ্যকর ও বাসি খাবার বিক্রির অভিযোগে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৫, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বিভিন্ন এলাকায় ভোক্তা‌ অ‌ধিদপ্ত‌র কর্তৃপক্ষ তদার‌কি অ‌ভিযা‌ন করে  দুই প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করেছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত  ছিলেন।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার দিদার মা‌র্কেট, কোটবা‌ড়ি বিশ্ব‌রোড ও চাঙ্গী‌নি মোড় এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও বা‌সি খাবার বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষ‌ণের অ‌ভিযো‌গে চা‌ঙ্গিনী মোড় এলাকার ভাই ভাই হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ২০ কে‌জি বা‌সি খাবার ধ্বংস করা হয়। এছাড়াও বে‌শি দা‌মে পণ‌্য বি‌ক্রি করায় শাহীন ট্রেডার্স ৫ হাজার টাকা জ‌রিমানাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৫ দোকানী‌কে সতর্ক করার পাশাপা‌শি সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচা‌লনার নি‌র্দেশনা দেওয়া হয়।