Tag Archives: অনুমতি দিচ্ছে কুবি প্রশাসন

ক্লাস-পরীক্ষার সময়ে প্রায়ই বাজছে উচ্চশব্দে মাইক, অনুমতি দিচ্ছে কুবি প্রশাসন

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় প্রশাসনের অনুমতি নিয়েই ক্লাস-পরীক্ষা চলাকালীন অবস্থায় চলছে উচ্চ শব্দে মাইক এবং গান-বাজনা জাতীয় বিভিন্ন ধরণের অনুষ্ঠান। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলাকালীন সময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে অবস্থিত ব্যাডমিন্টন কোর্টে বিভিন্ন সময় র‌্যাগ ডে, ব্যাচ ডে এবং বিভিন্ন ধরণের অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি খোদ প্রশাসনও আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠানের। প্রোগ্রামগুলোয় উচ্চশব্দে বাজানো হয় সাউন্ড বক্স। এতে করে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, মিডটার্ম ও নিয়মিত ক্লাসে সমস্যা হয় বলে অভিযোগ করেন শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এ নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যামে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ক্লাসের সময়ে প্রায়ই এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাইকের শব্দ হওয়ায় ক্লাস-পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি হয়। বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে তারা জানান, ‘ক্লাস টাইমে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে নিয়মিত এমন অনুষ্ঠানের কারনে আমাদের ক্লাস নিতে সমস্যা হয়। বিভাগগুলোতে সেমিস্টার পরীক্ষা চলাকালীন সময়ে এমন উচ্চশব্দে মাইক বাজিয়ে প্রোগ্রাম করা সত্যিই নিন্দনীয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে ক্লাসের সময়ে অনুষদ ভবনের সামনে এধরনের অনুষ্ঠানের অনুমতি দেয় এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা একাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে ক্যাম্পাসের ক্লাস-পরীক্ষাসহ কোন কাজে সমস্যা হয় এমন অনুষ্ঠানের অনুমতি দেই না। আর অনুমতি দিলেও যাতে কোন বিভাগের ক্লাস পরীক্ষার সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। আর আমরা দ্রুতই উপাচার্যের সাথে বসে এই অনুষ্ঠানগুলো যাতে কোন সমস্যার সৃষ্টি না করে সে বিষয়ে সিদ্ধান্ত নিব।’