Tag Archives: অনৈতিক কাজে লিপ্ত থাকায় চার হোটেল থেকে ৩৭ নারী-পুরুষ আটক

অনৈতিক কাজে লিপ্ত থাকায় চার হোটেল থেকে ৩৭ নারী-পুরুষ আটক

 

ডেস্ক রিপোর্ট:

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে ৩৭ নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকার চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২০ জন নারী বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (ডিবি) আরিফিন জুয়েল।

তিনি জানান, পদ্মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। এছাড়াও সূর্যমুখি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও আটজন নারী।

আর সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিনজন পুরুষ, ছয়জন নারী এবং আশ্রয় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়েছে।

উপ-কমিশনার (ডিবি) আরিফিন জুয়েল বলেন, ক্রিকেটে ব্যাটিং জুয়াসহ অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছিল এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসকল কাজে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।