বিনোদন ডেস্ক :
মুকুল শর্মা ও অপর্ণা সেনমুকুল শর্মা ছিলেন প্রখ্যাত অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেনের দ্বিতীয় স্বামী। তিনি ছিলেন প্রকৌশলী, সাংবাদিক, পলিম্যাথ ও বিজ্ঞানবিষয়ক লেখক এবং বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় পত্রিকা ‘সায়েন্স টুডে’র সম্পাদক। ‘সানডে টাইমস’ পত্রিকায় ‘মাইন্ডপোস্ট’ নামে তাঁর লেখা কলাম খুব জনপ্রিয় ছিল। নয়াদিল্লিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী বিনীতা শর্মা আর দুই কন্যা কমলিনী ও কঙ্কণাকে রেখে গেছেন। কঙ্কণা সেন শর্মা আছেন মুম্বাইয়ে আর কমলিনী বিদেশে।
মুকুল শর্মার মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অপর্ণা সেন। তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় মুকুল চলে গেল। দুদিন যাবৎ হাসপাতালের আইসিইউতে ছিল। সেখানেও লুই ক্যারলের “দ্য হান্টিং অব দ্য স্নার্ক” পড়তে চেয়েছিল। এটা মুকুলের পক্ষেই সম্ভব, মৃত্যুশয্যায় শুয়েও বই পড়তে চাওয়া! সব দিক থেকে ও ছিল আলাদা।’
মুকুল শর্মা অভিনয়ও করেছেন। তাঁর সেই ছবির নাম ‘পরমা’। ছবিতে তাঁর অভিনয়ের কথা এখনো মনে রেখেছেন দর্শক। ১৯৮৪ সালে এই ছবির চিত্রনাট্য লেখেন ও পরিচালনা করেন অপর্ণা সেন। মুকুল শর্মা অত্যন্ত কুশলী গল্পকার ছিলেন। তাঁর লেখা ছোটগল্প থেকে কঙ্কণা সেন শর্মা তৈরি করেন ‘ডেথ ইন দ্য গঞ্জ’। এই ছবিটি ছিল অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা পরিচালিত প্রথম ছবি। মুকুল শর্মার লেখা তিনটি গল্পের চিত্ররূপ দিয়েছেন বিশাল ভরদ্বাজ। ২০১৩ সালে মুকুল শর্মার সেই তিনটি গল্প থেকে তিনি তৈরি করেন ‘এক থি ডায়ন’। এই ছবিতে অভিনয় করেছেন এমরান হাশমি, হুমা কোরেশি, কঙ্কণা সেন শর্মা, কালকি কোয়েচলিন প্রমুখ।
অপর্ণা সেন প্রথম বিয়ে করেন সঞ্জয় সেনকে। তাঁর তৃতীয় স্বামী কল্যাণ রায় যুক্তরাষ্ট্র প্রবাসী।