Tag Archives: অবশেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিনটি আইসিইউ বেড বরাদ্দ

অবশেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিনটি আইসিইউ বেড বরাদ্দ

 

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত ও মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) জন্য তিনটি বেড বরাদ্দ দেয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের চাহিদা পূরণের পথে চাঁদপুরবাসী।

বিগত বেশ কয়েক বছর ধরে চাঁদপুরবাসী সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবি জানিয়ে আসলেও এতদিন তার কোনো প্রতিফলন হয়নি। অবশেষে মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে কাঙ্ক্ষিত সেই সুখবরটি পেল চাঁদপুরবাসী।

এদিন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জন্য তিনটি আইসিইউ বেড, ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর, পাঁচটি ন্যাজল কেনোলা ও ৫০০ টি পিপিই বরাদ্দ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সহযোগিতায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বেশ কয়েকবার আবেদনের পরিপ্রেক্ষিতে এই চিকিৎসা সামগ্রীগুলো বরাদ্দ আনতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। এরইমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ঢাকায় অবস্থান করছেন বরাদ্দকৃত চিকিৎসা সামগ্রী চাঁদপুরে নিয়ে আসার জন্য। খুব দ্রুতই সেগুলো এসে পৌঁছাবে।

চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘তিনটি বেড বরাদ্দ পেয়েছি। পুরো জেলার জন্য ন্যূনতম ১০টি বেডের প্রয়োজন ছিল। এরপরও আমরা তিনটি পেয়েছি। এতেই চাঁদপুরবাসী অনেক উপকৃত হবে বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘বরাদ্দকৃত চিকিৎসা সামগ্রী এসে পৌঁছার পরও রোগীদের আইসিইউ সেবা দিতে আনুমানিক এক মাস সময় লাগতে পারে। কারণ বেড বসানো, সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন ও জনবল প্রয়োজন। প্রশিক্ষিত জনবল ছাড়া আইসিইউর সঠিক সেবা দেয়া সম্ভব নয়।’

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘আমি দায়িত্বভার গ্রহণ করার আগে থেকেই এই দাবিটি ছিল চাঁদপুরবাসীর। তখন থেকেই আমি স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য সচিব, বিভাগীয় কমিশনারসহ প্রয়োজনীয় সব দফতরে আবেদন করছি। যদিও আমি পাঁচটি আইসিইউর বেডের আবেদন করেছিলাম। সেখানে আমাকে তিনটি দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলে জানিয়েছে আমাকে।’