Tag Archives: আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৭২৬৭ জন

চাঁদপুরে আজ করোনায় আক্রান্ত ২৫ জন,আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৬৬

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনাভাইরাসে চাঁদপুরে আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৩ শতাধিক। বুধবার (১৫ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৩৬৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৩ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ৪ জন, হাজীগঞ্জে ১ জন ও শাহরাস্তিতে ৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৫২৪ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলবউত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৩শ’ ৬৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫শ’ ২২, হাইমচরে ১০০, মতলব উত্তরে ৯১, মতলব দক্ষিণে ১৫৮, ফরিদগঞ্জে ১৬৬, হাজীগঞ্জে ১৩৪, কচুয়ায় ৫৪, ও শাহরাস্তিতে ১৪১ জন।

সিভিল সার্জন ডা: মোঃসাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৪৭ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৬ টি। এরমধ্যে ২৫টি পজেটিভ ও ৫১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭৫৯। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ৫০১ টি। অপেক্ষমান রিপোর্ট ২৫৮ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৮৩ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫৯ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪ জন। চিকিৎসাধীন ৫২৪ জনের মধ্যে হাসপাতালে ২৭ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫০১ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ৭২৫ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৩৭৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩৪৬ জন।

চাঁদপুরে আজ করোনায় আক্রান্ত ১৪ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৯৯

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসেচাঁদপুরে আরও ১৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা সাড়ে বেড়ে ১২৯৯ জন। সোমবার (১৩ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১২৯৯ জনের মধ্যে সুস্থহয়েছেন ৭১৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬ জন, হাইমচরে ৪ জন, মতলবউত্তরে ৩ জন ও মতলব দক্ষিণে ১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৫১৭ জনচিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলবউত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৩জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২শ’ ৯৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫শ’ ২, হাইমচরে ৯৭, মতলবউত্তরে ৮৮, মতলব দক্ষিণে ১৪৭, ফরিদগঞ্জে ১৫৩, হাজীগঞ্জে ১৩০, কচুয়ায় ৫৪, ও শাহরাস্তিতে ১২৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃসাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনার সংখ্যা ১৫৩। দিনের প্রাপ্ত রিপোর্ট ৫৬ টি। এরমধ্যে ১৪টি পজেটিভ ও ৪২টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬১২। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ৩৫৫ টি। অপেক্ষমান রিপোর্ট ২৫৭ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৬৫ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪১৫ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৫০ জন। চিকিৎসাধীন ৫১৭ জনের মধ্যে হাসপাতালে ৩৯ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৭২ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ৪৫৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ১৩৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৮৬ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮১১২৯ জন

 

স্টাফ রিপোর্টারঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৮৬ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে।

আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩০ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ২ হাজার ৩০৫ জনের। মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন নারী ৫ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে ৮৮ হাজার ৩৪ জন।

শনিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়াও গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৯৩টি। সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৪৭৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি।

কুমিল্লার সদর দক্ষিণে করোনায় আক্রান্ত আরও ৮ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৬

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার (৬ জুলাই) নতুন ৮ জনসহ এ পর্যন্ত মোট ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আজ আক্রান্ত হয়েছে পূর্ব জোর কানন ইউনিয়নের জগপুর গ্রামে এক পরিবারের ৪ জন, একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের ১ জন, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ১ জন এবং আবহাওয়া অফিসের ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত ৭৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৬৬৮ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১৩৬ জন। সুস্থ হয়েছে মোট ৭১ জন ও মৃত্যু এক জনের।

সৌদি আরবে আজ করোনায় মৃত্যু ৪১ জনের, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৭২৬৭ জন

 

সালাউদ্দিন সোহেলঃ

সৌদি আরবে আজ বুধবার (২৪ জুন) করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ১ লাখ ৬৭ হাজার ২৬৭ জন।

একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৪১ জন করোনা রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৭ জনের।

এছাড়াও দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৪৪ জন প্রবাসী বাংলাদেশি।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯১২ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ১২ হাজার ৭৯৭ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৮৩ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন মিনিস্ট্রি অফ হেলথ (সৌদি আরব)।