শেখ মুসলিমা মুনঃ
মাঝে মাঝে ভাললাগা গুলো
কোথাও হারিয়ে যায় আমার…
এমনভাবে হারায় যেন ছিল না কখনো!…
ভালবাসার বেলায়ও হয় এমন !
শূন্যতার অলিগলি ঘুরে ঘুরে
চাপহীন অবসরে হেঁটে যাই লোকালয় ছেড়ে দূর বহুদূর…
লুটিয়ে পড়ি, জল মাটি ঘাস,
যেখানে যা পাই সবুজ কার্পেটে…
উত্তেজনাহীন এও এক ভীষন ভাললাগা!
অতীতের আসা-যাওয়া নেই,
নেই ভবিষ্যৎ মনছবি! আনন্দ অপার..
নোনাজলে বালুর আলপনা আঁকি!
কখনো দূরের কোন অচেনা পথিক
এসে বসে কাছে, পাশাপাশি…
মনে মনে চলে আলাপন!
দু:খ নেই, সুখ নেই, নেই অভিযোগ…
বন্ধু নেই, শত্রু নেই…
নেই কোন হৃদয়ের দায়!
মুখোমুখি বসে শুধু
ভারহীন আমিই আমার!