Tag Archives: আমির খসরুর সাথে ফোনে কথপোকথনকারী মিজানুর রহমান নওমি কুমিল্লা থেকে আটক

আমির খসরুর সাথে ফোনে কথপোকথনকারী মিলহানুর রহমান নওমি কুমিল্লা থেকে আটক

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ছাত্র আন্দোলন নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরুর সাথে ফোনে কথপোকথনকারী ব্যারিষ্টার মিলহানুর রহমান নওমিকে কুমিল্লার বরুড়া উপজেলা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৫ আগষ্ট) ভোররাতে কুমিল্লার বরুড়া উপজেলার পৌর এলাকার দেওড়া গ্রামের পুরান নীর বাড়ির (ফুফুর বাড়ি) থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া ব্যারিষ্টার মিলহানুর রহমান নওমি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজের ছেলে। সিদ্দিকুর রহমান সুরুজ সদর দক্ষিন উপজেলার চৌয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র নেতা ।

স্থানীয় সূত্র জানান, ভোররাতে পুরান নীর বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ফিরোজ জানান, আমরাও শুনেছি একজন আটক হয়েছে। তবে কুমিল্লা ডিবি পুলিশ এমন অভিযান পরিচালনা করেনি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান, শুনেছি একজন আটক হয়েছে। তবে কুমিল্লা জেলা পুলিশ কোন ব্যক্তিকে আটক করেনি। আমরা খোঁজ নিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে কুমিল্লা র্যা ব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আতাউর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।