সাকিব আল হেলাল:
কুমিল্লার চান্দিনা উপজেলার পিহর গ্রামের শিক্ষক আলহাজ্ব মাওলানা হাফেজ আহম্মেদ (৭৫) করোনা আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কের মাইমোনাইডস হাসপাতালের আইসিইউতে রবিবার রাত সাড়ে দশটায় ইন্তেকাল করিয়াছেন(ইন্না লিল্লাহী….. রাজিউন)।
তিনি ও তার স্ত্রী দুজনে গত ৭ এপ্রিল আমেরিকায় ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত হলে দুজনকে নিউইয়র্কের মাইমোনাইডস হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।পরে রবিবার(১৯ এপ্রিল) রাত সাড়ে দশটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাহার জানাযা সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় নিউইয়র্কে তার বাসার সামনের মসজিদে অনুষ্ঠিত হবে এবং মসজিদের পাশে তাকে দাফন করা হবে।
তিনি বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের বগাবাড়িয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৯বছর শিক্ষকতা করেছেন এবং বগাবাড়িয়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও ঈদগাহের ২৬ বছর খতিবের দায়িত্ব পালন করে ছিলেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর ২০১২ সালে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও চার কন্যা এবং এক স্ত্রী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।