স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগীরকান্দি গ্রামের মাষ্টার আব্দুর রাজ্জাকের ছেলে কেফায়েত উল্লাহ রানা । বয়স ২৫ বছর। লেখাপড়া করতে আমেরিকা গিয়েছিলেন। ভালই চলছিল সব কিছু । হঠাৎ করে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হলেন। ১৩ ফেব্রুয়ারি নিজে গিয়ে আমেরিকার একটি হাসপাতালে ভর্তি হলেন। ভর্তি হওয়ার ১২ ঘন্টা পর পৃথিবীকে চির বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
১৫ ফেব্রুয়ারি রাতে মরদেহে দেশে আনা হয়। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জোহরের নামাযের পর জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।