Tag Archives: আমেরিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

 

ডেস্ক রিপোর্টঃ

আমেরিকায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মেহেরুন চৌধুরী নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার ফিলাডেলফিয়া সিটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মেহেরুন। পুলিশ এসে উদ্ধার করে, তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করে।

সেখানে দীর্ঘ সাড়ে সাইত্রিশ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বাংলাদেশি। মেহেরুন যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ছিলেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান জানান, দুর্ঘটনায় মেহেরুনের বিএমডব্লিউর সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেহেরুনকে হাসপাতালে নেয়।

তার বাড়ি, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। পিতার নাম, লুৎফর চৌধুরী মিঠু। তার মৃত্যুর সংবাদে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।