Tag Archives: আলাউদ্দিন জেহাদীকে গ্রেফতারের প্রতিবাদে লাকসামে মানববন্ধন

আলাউদ্দিন জেহাদীকে গ্রেফতারের প্রতিবাদে লাকসামে মানববন্ধন

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

মুফতি আলাউদ্দিন জেহাদীকে গ্রেফতারের প্রতিবাদে লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় সদর রোডে এক কর্মসূচি পালন করা হয়।

এতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট কুমিল্লা দঃ জেলা সভাপতি মীর মোঃ আবু বাকার, পীরজাদা সাইফুল ইসলাম আল কাদরী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, লাকসাম উপজেলা ইসলামীক ফ্রন্ট সভাপতি মাস্টার মাহবুবুর রহমান, উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা রবিউল ইসলাম হেলালী, মাওলানা জহিরুল ইসলাম, মহিউদ্দিন, আলাউদ্দিন, মাওলানা মমিন মিয়াজী প্রমুখ।

নেতৃবৃন্দ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মুফতি আলাউদ্দিন জেহাদীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।