নেইমারকে ছেড়ে দিলো সৌদি ক্লাব আল হিলাল
কিছুদিন ধরে চলা গুঞ্জনের প্রথম পর্ব শেষ পর্যন্ত সত্যি হয়ে গেছে। নেইমারের আল হিলালের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। এখন বাকি গুঞ্জনের পরের পর্বও সত্যি হওয়ার অপেক্ষা। ব্রাজিলিয়ান তারকা নেইমার আবার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাবেন, আর সেটা এখন শুধু সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।
সোমবার সান্তোস ক্লাব জানায়, নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। রাত না পোহাতেই খবরটি সত্যি হয়ে যায়।
আল হিলাল মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেয়, যেখানে জানানো হয়, নেইমার তার ক্লাব ক্যারিয়ারে যা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।
৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন এক অভাবনীয় চুক্তিতে, যার মূল্য প্রায় ১০.৪ কোটি ডলার। তবে সৌদি আরবে যোগ দেওয়ার পর নেইমারের জন্য ক্যারিয়ার সহজ ছিল না। চোট ও অন্যান্য সমস্যার কারণে তিনি মাত্র সাতটি ম্যাচেই অংশ নিতে পেরেছেন।
নেইমার আল হিলাল যোগ দেওয়ার পর বেশ কিছু বড় স্বপ্ন দেখেছিলেন, রোনালদো ও বেনজেমার পথ অনুসরণ করে। তবে হাঁটুর চোটের কারণে ২০২৩ সালে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। দীর্ঘ এক বছরের বিরতি শেষে আবার মাঠে ফিরলেও চোটের কারণে আবারও তাকে মাঠ ছাড়তে হয়। এরপর থেকেই তার সৌদি আরব ছাড়ার গুঞ্জন চলছিল। প্রথমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেওয়ার কথা শোনা গেলেও পরে আলোচনায় আসে তার শৈশবের ক্লাব সান্তোস।
এখন সান্তোস ক্লাব জানাচ্ছে, তারা আশা করছে, নেইমার শিগগিরই তাদের ক্লাবে ফিরবেন। এই বৃহস্পতি বা শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে সান্তোসে যোগ দিতে দেখা যেতে পারে। সান্তোস ক্লাবের একাডেমি থেকেই ১১ বছর বয়সে ফুটবল জীবন শুরু করেন নেইমার, এবং ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে। এখানে অসাধারণ পারফরম্যান্স করে ২০১০ সালে জাতীয় দলে জায়গা করে নেন। ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন, যেখানে মেসি ও সুয়ারেসের সঙ্গে জুটি গড়ে এক অসাধারণ আক্রমণভাগ তৈরি করেন।
বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে ট্রফি জিতার পর ২০১৭ সালে পিএসজিতে চলে যান নেইমার, যেখানে তিনি বিশ্বরেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে যোগ দেন। পিএসজিতে ৫টি লিগ শিরোপা, তিনটি ফরাসি কাপ এবং দুটি লিগ কাপ জেতার পর, ৯ কোটি ৭৬ লাখ ডলারে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার।
সফলতা, ব্যর্থতা, সম্ভাবনা ও হতাশার এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে নেইমার এখন আবার ফিরে যাচ্ছেন তার জন্মভূমির প্রিয় ক্লাবে, সান্তোসে।