Tag Archives: আল-হিলাল

নেইমারকে ছেড়ে দিলো সৌদি ক্লাব আল হিলাল

নেইমারকে ছেড়ে দিলো সৌদি ক্লাব আল হিলাল

নেইমারকে ছেড়ে দিলো সৌদি ক্লাব আল হিলাল

ডেস্ক রিপোর্ট:

কিছুদিন ধরে চলা গুঞ্জনের প্রথম পর্ব শেষ পর্যন্ত সত্যি হয়ে গেছে। নেইমারের আল হিলালের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। এখন বাকি গুঞ্জনের পরের পর্বও সত্যি হওয়ার অপেক্ষা। ব্রাজিলিয়ান তারকা নেইমার আবার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাবেন, আর সেটা এখন শুধু সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।

সোমবার সান্তোস ক্লাব জানায়, নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। রাত না পোহাতেই খবরটি সত্যি হয়ে যায়।

আল হিলাল মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেয়, যেখানে জানানো হয়, নেইমার তার ক্লাব ক্যারিয়ারে যা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন এক অভাবনীয় চুক্তিতে, যার মূল্য প্রায় ১০.৪ কোটি ডলার। তবে সৌদি আরবে যোগ দেওয়ার পর নেইমারের জন্য ক্যারিয়ার সহজ ছিল না। চোট ও অন্যান্য সমস্যার কারণে তিনি মাত্র সাতটি ম্যাচেই অংশ নিতে পেরেছেন।

নেইমার আল হিলাল যোগ দেওয়ার পর বেশ কিছু বড় স্বপ্ন দেখেছিলেন, রোনালদো ও বেনজেমার পথ অনুসরণ করে। তবে হাঁটুর চোটের কারণে ২০২৩ সালে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। দীর্ঘ এক বছরের বিরতি শেষে আবার মাঠে ফিরলেও চোটের কারণে আবারও তাকে মাঠ ছাড়তে হয়। এরপর থেকেই তার সৌদি আরব ছাড়ার গুঞ্জন চলছিল। প্রথমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেওয়ার কথা শোনা গেলেও পরে আলোচনায় আসে তার শৈশবের ক্লাব সান্তোস।

এখন সান্তোস ক্লাব জানাচ্ছে, তারা আশা করছে, নেইমার শিগগিরই তাদের ক্লাবে ফিরবেন। এই বৃহস্পতি বা শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে সান্তোসে যোগ দিতে দেখা যেতে পারে। সান্তোস ক্লাবের একাডেমি থেকেই ১১ বছর বয়সে ফুটবল জীবন শুরু করেন নেইমার, এবং ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে। এখানে অসাধারণ পারফরম্যান্স করে ২০১০ সালে জাতীয় দলে জায়গা করে নেন। ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন, যেখানে মেসি ও সুয়ারেসের সঙ্গে জুটি গড়ে এক অসাধারণ আক্রমণভাগ তৈরি করেন।

বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে ট্রফি জিতার পর ২০১৭ সালে পিএসজিতে চলে যান নেইমার, যেখানে তিনি বিশ্বরেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে যোগ দেন। পিএসজিতে ৫টি লিগ শিরোপা, তিনটি ফরাসি কাপ এবং দুটি লিগ কাপ জেতার পর, ৯ কোটি ৭৬ লাখ ডলারে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার।

সফলতা, ব্যর্থতা, সম্ভাবনা ও হতাশার এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে নেইমার এখন আবার ফিরে যাচ্ছেন তার জন্মভূমির প্রিয় ক্লাবে, সান্তোসে।

ইনজুরির কারণে নেইমারকে

ইনজুরির কারণে নেইমারকে ছেড়ে দিতে পারে আল-হিলাল

ইনজুরির কারণে নেইমারকে ছেড়ে দিতে পারে আল-হিলাল

ডেস্ক রিপোর্ট:

সৌদি ক্লাব আল-হিলালে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। প্রায় দেড় বছর আগে পিএসজি থেকে সৌদি প্রো-লিগের আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সাম্প্রতিক সময়ে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি থেকে ফিরলেও এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আবারও চোট পান নেইমার।

বর্তমান ইনজুরির কারণে আরও দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে, যা তাকে মৌসুমের দ্বিতীয় ভাগে সৌদি প্রো-লিগের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা নিয়ে আল-হিলালকে পুনর্বিবেচনায় বাধ্য করছে। শোনা যাচ্ছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল-হিলাল নেইমারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে এবং সম্ভাব্য ক্ষতিপূরণ হিসেবে ৯০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। এ খবরটি প্রথমে প্রকাশ করেছে ফোর্বস।

সৌদি সাংবাদিক ওয়ালিদ আল-ফারাজের মতে, যদিও নেইমারের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত আল-হিলালের চুক্তি রয়েছে, তবুও জানুয়ারিতে তাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। এ বিষয়ে ক্রীড়া সমালোচক মোহাম্মেদ আল-শেইখ বলেন, একাধিক ইনজুরির কারণে নেইমার মাঠে নিরবিচ্ছিন্নভাবে খেলতে পারছেন না, যা ক্লাবের আর্থিক ও কৌশলগতভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে নেইমারের মায়ামিতে বাড়ি কেনার কারণে ইন্টার মায়ামিতে তার যোগদানের গুঞ্জনও বেড়েছে। তবে মায়ামির কোচ টাটা মার্টিনো জানিয়েছেন যে, আর্থিক সীমাবদ্ধতার কারণে নেইমারকে দলে নেওয়া কঠিন হতে পারে।

২০২৩ সালের আগস্টে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। বারবার ইনজুরি এবং মাঠের বাইরে কাটানো সময়ের কারণে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত, এবং আল-হিলাল কর্তৃপক্ষ হয়তো তার চুক্তি শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দিতে পারে।

নেইমারের অভিষেক ম্যাচে আল-হিলালের গোলের বন্যা

নেইমারের অভিষেক ম্যাচে আল-হিলালের গোলের বন্যা

ডেস্ক রিপোর্ট:

আগস্টের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর ক্যাম্পেও যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু অ্যাঙ্কলের চোট তাকে পুরোদমে মাঠে ফিরতে দিচ্ছিল না। অবশেষে ব্রাজিলের হয়েই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামেন নেইমার। মাঠে নেমেই বাজিমাত, করেন জোড়া গোল। প্রথম গোলেই তিনি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোরার কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান। এবার তার দারুণ অভিষেক হয়েছে আল-হিলালে।

গতকাল (শুক্রবার) রাতে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছে নেইমারের। ইউরোপ ছেড়ে নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে মনে রাখার মতোই। তার দল আল-হিলাল রিয়াদকে গোলবন্যায় ভাসিয়েছে। ম্যাচ জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানিয়েছেন নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’

অবশ্য বড় জয়ের রাতেও নিজে গোল পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে সতীর্থের গোলে নেইমারের অবদান ছিল ঠিকই। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ছিলেন না সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। ৬৪ মিনিটে নেইমারকে আরেক ব্রাজিলিয়ান মাইকেল অলিভিয়েরার বদলি হিসেবে নামানো হয়। তখনই তুমুল হর্ষধ্বনিতে মেতে ওঠে রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়াম।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামার আগেই আল-হিলাল এগিয়ে ছিল ২-০ গোলে। নেইমারের ছোঁয়া পেতেই তাদের আক্রমণের ধার আরও বেড়ে যায়। নেইমারের বাড়ানো দুর্দান্ত এক ফ্লিক থেকে ৪ মিনিট পরই গোলের সুযোগ পেয়ে যায় তার দল। নাসের আলদাওয়াসারি আল-হিলালের তৃতীয় গোলটি করেন। এরপর আরও বেশ কিছু কারিকুরি দেখান নেইমার।

এরই এক ফাঁকে নেইমারের পাস থেকে পাওয়া বলে সফল লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকম। অবশ্য নেইমার নিজেও স্কোরশিটে নাম তুলতে পারতেন। আল হিলাল পেনাল্টি পাওয়ায় প্রথম গোল করার সুযোগ পেয়েও তিনি দিয়ে দেন সালেম আলদাওয়াসেরিকে। সেখান থেকে সালেম ৫-০ ব্যবধান গড়েন।

ম্যাচের যোগ করা সময়ে নেইমারের শট প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি শটে নিজের দ্বিতীয় ও দলের ৬ষ্ঠ গোলটি করেন সালেম। তবে শেষ মুহূর্তে আল রিয়াদ সান্ত্বনার এক গোল পেয়ে যায়। ফলে আল হিলাল মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে।