Tag Archives: আহত

চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত ৩

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে ৩জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ২৫জন যাত্রী।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ, সেনা বাহিনী, চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস উৎদ্ধার তৎপরতা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌঁনে ৮ টা) উদ্ধার কাজ চলছিল।

তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত সকলেই পুরুষ। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান, তিশা প্লাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৮২) পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যায়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশ-পাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. সুবল দেবনাথ জানান, হাসপাতালে আনার পর ২জনকে মৃত ঘোষণা করি। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

কুমিল্লা সেনানিবাসে জুলাই গন অভ্যুত্থানে আহত ৪ শতাধিক ছাত্র জনতার সম্মানে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে জুলাই গন অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই গনঅভ্যুথানে আহত ৪ শত ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসস্থ মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে আহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন।

মহতি এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গনতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন যাদের মধ্যে ০২ জন এই মুহূর্তে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য গর্ববোধ করেন ।

ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে

ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এদিকে ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছেন সাদপন্থিরা। বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)।

আহতরা হলেন- আ. রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আ. হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, আরিফ (৩৪) গোপালগঞ্জ, ফয়সাল (২৮) সাভার, তরিকুল (৪২) নরসিংদী, সাহেদ (৪৪) চট্রগ্রাম, উকিল মিয়া (৫৮) নরসিংদী, পান্ত ( ৫৫) টঙ্গী, খোরশেদ আলম (৫০), বেলাল (৩৪) কেরানীগঞ্জ, আনোয়ার (৫০) নারায়ণগঞ্জ, আবু বক্কর (৫৯) নারায়ণগঞ্জ, আরিফুল ইসলাম (৫০), আনোয়ার (২৬) সাভার, আনোয়ার (৭৬) নোয়াখালী সদর, ফোরকান আহমেদ (৩৫), সাতক্ষিরা, আ.রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আ. হান্নান (৬০) গাজীপুর, জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, সাহেদ (৪৪) চট্রগ্রাম। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, রাত ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রীজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে যোবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থিরাও পালটা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থিরা ময়দানে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ৩ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

সাদপন্থিদের প্রভাবশালী মুরুব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, ইজতেমা ময়দান আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। জুবায়েরপন্থিদের আক্রমণে আমাদের এক ভাই শহিদ হয়েছেন। ময়দানে অনেক জুবায়েরপন্থি চাকু ও ছোঁড়াসহ আটক হয়েছেন।

এদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হাফিজুল ইসলাম বলেন, এ পর্যন্ত একজন নিহত ও অসংখ্য আহত ব্যক্তিদের আনা হয়েছে।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আশরাফুল ইসলাম জানান, ঢাকায় নেওয়ার পথে বেলাল নামে একজন মারা গেছেন। তার বাড়ি ঢাকার বেড়াইদ।

তৃতীয় ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেন সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। হতাহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে

দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত

দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আতঙ্ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দু’পাশে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্রযানজট সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এসব ঘটনা।

জানা যায়, আজ মঙ্গলবার(১০ডিসেম্বর) জসীম উদ্দীন কলেজে যাবে এমন খবর ছড়িয়ে পরলে কিছু শিক্ষার্থীরা তাকে বরণ করে নিতে উপস্থিত হয় ক্যাম্পাসে। এদিকে এই খবর ছড়িয়ে পরলে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষনা দিয়ে স্থানীয় কয়েকজন যুবক লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। একপর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন, সাজ্জাদ, দ্বিপ, ফয়সাল, মৃদুল, কামরান, সিয়াম, রিমন, তানভীর, ফয়সাল, জিসান, হামিদা, সাদিয়া, মনিকা, দিয়া, ইসরাত জাহানসহ আরো কয়কজন।

এই ঘটনায় দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস স্টেশনে এসে ঝড়ো হয়। শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এসময় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমূখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘন্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা দাউদকান্দি মডেল থানার সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে ঝড়ো হয়।

শিক্ষার্থী সাজ্জাদ, ইয়ামিন, জিসান বলেন, আমাদের প্রিন্সিপাল স্যার কলেজে আসবে সেজন্যে আমরা কলেজে যাই। কলেজে পৌছার আগেই রুহুল আমিনের লোকজন ও ভাপ্রাপ্ত প্রিন্সিপালসহ আরো কয়েজন মিলে আমাদের উপর হামলা করে। আমাদের ১৫/২০জন সহপাঠী আহত হয়েছে।

 

কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, ৫আগষ্টের পর থেকে আমি ছুটিতে ছিলাম, আজ কলেজে যাওয়ার খবরে শিক্ষার্থীরা আমাকে বরণ করতে আসলে স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনের ভাইসহ সন্ত্রাসীর শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আমি এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং যুবদল নেতা রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শুনেছি। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায়

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে পৃথক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার(৭ডিসেম্বর) সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় এদুর্ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, আজ শনিবার সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় ইট বোঝাই একটি ট্রাক্টরকে আল আরাফাহ বাস চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন(১৮) এবং জামালপুর জেলার মোঃ আলী ওরফে সোহেল(৩৫)। পুলিশ বাসটিকে আটক করেছেন।

একইদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় সিএনজি এবং বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ আরো পাঁচজন। আহতরা হলেন উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম, নাতনি জিয়ানা(১০), আয়শা(৮) ও নাতি তানভীর(৫)।

আহত সালেহা বেগম জানান, আমার মেয়ে নাতি নাতনিদের নিয়ে ৬দিন আগে বেড়াতে এসেছিল। আজ তাদেরকে কুমিল্লা মেয়ের শশুর বাড়ীতে নিয়ে যাচ্ছিলাম। বড় সড়কে(মহাসড়কে) উঠার সময়ই বাসের সাথে ধাক্কা লাগে। এরপর আর কিছুই মনে নেই।

প্রত্যক্ষদর্শী অটোচালক শাহজালাল ও ফারুক মিয়া জানান, সিএনজিটি ডানে বামে না চেয়েই মহাসড়কে উঠে যায়। বাস চালক জোরে ব্রেক করায় কিছুটা রক্ষা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শিলা বলেন, সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, পৃথক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দু’টি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায়

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাঁচা সড়ক মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে গেলে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা মাটি ফেলে সেটি সংস্কার করেন। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে সড়ক মেরামতের জন্য ১০ টাকা চান। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক এবং হাতাহাতি শুরু হয়।

ঘটনাটি মীমাংসার উদ্দেশ্যে সেদিন সন্ধ্যায় সালিশে বসা হয়। তবে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং রাতে সংঘর্ষে রূপ নেয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাজীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষের

হাজীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

হাজীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের হাজীগঞ্জে শুক্রবার রাতে পূর্বে ঘটিত একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পৌরসভাধীন টোরাগড় ও মকিমাবাদ এলাকার সর্দার বাড়ীর লোকজনের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মাদরাসা ছাত্র সাইমুম (১৪) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঢাকা সুপার ম্যাক্স হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সাইমুমের খালা সাথী বেগম।

নিহত সাইমুমের গ্রামের বাড়ী হাজীগঞ্জের দিগচাইল গ্রামে। তার বাবা নেই। মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। মার সাথে সে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড খাটরাবিলওয়াই কোকাকোলা ঘাট এলাকায় বাসা ভাড়া থাকে এবং স্থানীয় একটি হেফজ খানায় হাফেজি পড়েন। সাইমুমের মা বিউটি আক্তার ছেলের সাথে ঢাকা সুপার ম্যাক্স হাসপাতালে অবস্থান করছেন।

সাইমুমের বাবা ইউনুছ মুঠো ফোনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাড়ী চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার এলাকায়। আমি ছেলেটিকে আমার ছেলে মনে করেই লেখাপড়া করাচ্ছিলাম। তার বাবা মারা যাওয়ার পর তার মা বিউটিকে আমি বিবাহ করি। তারা আমার বুকের ধনকে কেড়ে নিয়েছে। আমি তাদের ফাঁসি চাই। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সাইমুমের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। বিষয়টি আমরা দেখছি।

উল্লেখ্য, চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির বৃহস্পতি ও শুক্রবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধীক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। তারা হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ বাজারের কয়েকটি মার্কেটও ভাংচুর করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবারও হাজীগঞ্জ বাজার থমথমে অবস্থা বিরাজ করছিলো। শনিবার সকাল থেকে হাজীগঞ্জ মকিমাবাদ ও টোরাগড় এলাকায় যৌথবাহিনী অভিযানে নেমে ২জনকে আটক করেছে। এদিকে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেছেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দফায় দফায় চলে রাতভর। সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ২-৩ জনের নিহত হওয়ার গুঞ্জন শোনা গেলেও পুলিশ এখনও কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

স্থানীয়দের মতে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় টোরাগড় এবং মকিমাবাদ সর্দার বাড়ির বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়, যার ফলে কয়েকজন আহত হন। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় পুনরায় সংঘর্ষ বাধে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, সেনাবাহিনী ও পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের আটক করতে যৌথবাহিনীর অভিযান চলছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কদমতলী মোড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কসবা পৌর শহরের কদমতলী মোড়সহ কয়েকটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস কসবা শহরে প্রবেশ করলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশ সুপার মো. জাবেদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণপাড়ায়

ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৯

ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৯ জন।

বুধবার বিকেল ৫ টায় উপজেলার দুলালপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত সকলে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আহতদের সূত্রে জানা যায়, হামলাকারী কাশেম (গংদের) সাথে ত্রাণ বিতরণের বিভিন্ন বিষয় নিয়ে গত দুদিন আগে কথা কাটাকাটি হয় মৃত. আলী আমদের ছেলে দুলাল মিয়া ও ত্রাণ বিতরণকারী অন্যদের সাথে। এতে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেয়। এই নিয়ে বিকাল ৫ টায় দুলালপুর বাজারের দুলাল মিয়ার মিষ্টি দোকানের সামনে কথা কাটাকাটি হলে দুলালপুর উত্তরপাড়া গ্রামের কাশেমের নির্দেশে তার ছেলে শিপন ও আলমগীর, মোঃ আলী, আলী মিয়ার ছেলে সাকিব, মৃত. মতিন মিয়ার ছেলে তারামিয়া, তার ছেলে মান্নান, হান্নান, জহির মিয়ার ছেলে নজু, কাদেরের ছেলে ইউসুফ, কামরুল (চৌকিদার), সাইদুল, ইউসুফ মিয়ার ছেলে রিয়াদ, আব্দুল মান্নানের ছেলে আনোয়ার এবং মান্নানসহ আরও ১০/১২ জন হামলা চালায়।

তাদের হামলায় আহতরা হলেন, মৃত. আলী আহাম্মেদের ছেলে দুলাল মিয়া (৪৬) তার ছেলে তাওহিদ (২৪), মুজাহিদ (২০), মোবারক হোসেনের ছেলে সজীব (২৪), আব্দুল আলীমের ছেলে আরিফুল ইসলাম (২২), কাজল মিয়ার ছেলে বাছির (২০), রমিচ উদ্দিনের ছেলে মোতালেব (৩৬), ফরিদ মিয়ার ছেলে ওসমান (২৫), আল-আমিন (২০) পিতা অজ্ঞাত। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।