Tag Archives: আয়

মুক্তির ৩৫ দিনে ‘জওয়ান’ কত আয় করেছে?

মুক্তির ৩৫ দিনে ‘জওয়ান’ কত আয় করেছে?

ডেস্ক রিপোর্ট:

বলিউড বাদশার সিনেমা ‘জওয়ান’ মুক্তির ৩৫ দিন পার হয়েছে। তবে এটি নিয়ে দর্শকদের উন্মাদনা মোটেই কমেনি। বক্স অফিসে ৩৫তম দিনেও সিনেমাটি রেকর্ড ভেঙেছে।

শাহরুখ দীর্ঘদিন পর কামব্যাক করেও আগের মতোই সাফল্যের শীর্ষে রয়েছেন। সিনেমাটি ভারতে এরই মধ্যে ৬২৭. ০৫ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮৩৬ কোটি টাকারও বেশি।

অন্যদিকে বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে ১১১৭.৩৯ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯১ কোটি টাকারও বেশি।

শাহরুখের এ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ৭ আগস্ট। শুরুতেই ‘পাঠান’ সিনেমার রেকর্ডও ভেঙে দেয় ‘জওয়ান’। বলিউডে এর আগে সবচেয়ে ওপেনিং করেছিল ‘পাঠান’। যা মূলত ৫৭ কোটি রুপি শুরুর দিন আয় করেছিল। ‘জওয়ান’ সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির ঘরে পৌঁছে।

প্রথম দিনেই শুধু ভারতের মধ্যে হিন্দি ভাষায় সিনেমাটি ব্যবসা করেছে ৬৫ কোটি রুপি। কোনো হিন্দি সিনেমা এই রেকর্ড গড়তে পারেনি এতদিন। অন্য ভাষায় ডাবিং করে যেখানে যেখানে মুক্তি পেয়েছিল, তা থেকে আয় ৯ কোটি রুপি উঠে আসে। অর্থাৎ, সব মিলিয়ে ৭৪ কোটি রুপি ব্যবসা হয় প্রথম দিনে।

‘জওয়ান’ সিনেমাটি নির্মাণ করেছেন অ্যাটলি। গৌরী খান ও গৌরব খান্না প্রযোজিত ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ সিনেমাটি নিবেদন করেছে। ‘জওয়ান’ সিনেমার এ বিপুল আয়ের কথা ‘রেড চিলিজ’-এর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

‘জওয়ান’ সিনেমায় প্রথমবার দ্বৈত চরিত্রে শাহরুখ খানকে দেখা গেছে। এর আগে শাহরুখের ‘পাঠান’ সিনেমার জন্য পুরো থিয়েটার বুক করে রেখেছিল কিং খানের ফ্যান ক্লাব।

‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার ব্যাপক সাফল্যের পর শাহরুখ হয়ে উঠেছেন হিন্দি সিনেমার একমাত্র অভিনেতা যিনি একই বছরে দু-দুটি ‘টপ গ্রসিং’ সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন । অন্যদিকে চলতি বছরের বড়দিনেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমা। এটি হবে ২০২৩ সালে শাহরুখ খানের তৃতীয় সিনেমা।