Tag Archives: ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে উপজেলার বীর নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ সাইফুল ইসলাম উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নের মুজিবুল হকের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে ফসলি জমিতে হাত জাল নিয়ে মাছ ধরতে যায় সাইফুল। এ সময় ফসলের জমিতে ইঁদুর মারার জন্য জমির মালিক গুনা তারের মাঝে বিদ্যুতের লাইন সংযোগ দিয়েছিলেন। এতে জমিতে নামার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।