Tag Archives: ইউএনও কার্যালয়ে হুইপের ভাইয়ের জন্মদিন পালনে ক্ষোভ

ইউএনও কার্যালয়ে হুইপের ভাইয়ের জন্মদিন পালনে ক্ষোভ

 

ডেস্ক রিপোর্টঃ

করোনা পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ রোধে যে সময় মানুষজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, সে সময় চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে ঘটা করে হুইপ সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের জন্মদিন উদযাপিত হয়েছে। এই পরিস্থিতিতে এভাবে জন্মদিন পালনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

জানা যায়, চলতি মাসের ২ তারিখ মুজিবুল হক চৌধুরী নবাবের জন্মদিন উপলক্ষে ইউএনওর কক্ষে ওই আয়োজন হয়। ১৫ এপ্রিল সেই জন্মদিন পালনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ঘটনাটি সবার নজরে আসে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও সমালোচনা জানাতে থাকে মানুষ।

প্রকাশিত একটি ছবিতে মুজিবুল হক চৌধুরী নবাবকে কেক খাওয়াতে দেখা যায় উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শাহানা আকতার টিয়াকেও।

আয়োজনে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মূল আয়োজনে কেক কেটেছেন ইউএনও ফারজানা জাহান উপমা। পটিয়া পৌরসভা আওয়ামী লীগের নেতা জয়নাল, নবাবের শ্যালক আবদুল আজিজ, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লা চৌধুরী, ছাত্রলীগ নেতা আজিজুল হক জীবন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এদিকে পটিয়ায় এরই মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্ত হয়ে গেছে মারা গেছে ৬ বছরের এক শিশু। অচলাবস্থার মধ্যে ত্রাণ না পেয়ে অনেক জায়গায় মানুষজন বিক্ষোভও করছে।