Tag Archives: ইঞ্জিঃ আব্দুস সবুর

বস্তুনিষ্ট সাংবাদিকতা আমাকে চলার পথে উৎসাহ যোগাবে : ইঞ্জিঃ আব্দুস সবুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার কদমতলি নিজ বাসভবনে দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নৌকা প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশো উৎসব মুখরভাবে নির্বাচন হবে। ইতি মধ্যে পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি দাউদকান্দি তিতাসের সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করার লক্ষে তারা মাঠে কাজ করছেন। বিগত বছরে জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। পাশাপাশি এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নয়নও তুলনামূলক ভাবে বেড়েছে।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আব্দুস সবুর বলেন, বস্তুনিষ্ট সাংবাদিকতা আমাকে চলার পথে উৎসাহ যোগাবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দাউদকান্দি তিতাসকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে সকলের সহযোগিতা চাই। সাংবাদিকরা জাতির দর্পন, সমাজ ও দেশ বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব। বিগত দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেছেন সাংবাদিকরা। আগামীর দিনগুলোতেও আশাকরি পাশে থাকবেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী জাগরণ ও ক্ষমতায়নের রোল মডেল। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণিত হয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।

কুমিল্লা -১ আসনে মনোনয়ন পেলেন ইঞ্জিঃ আব্দুস সবুর

জাকির হোসেন হাজারী:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিঃ আব্দুস সবুর কুমিল্লা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রবিবার বিকেল ৪টার পর রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এবার এই আসন থেকে মনোনয়ন পাননি।
কুমিল্লা জেলার দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে।

একসময় বিএনপির আধিপত্য ছিল । তবে ২০০৩ সালে আওয়ামী লীগে যোগদান করে ২০০৮ সালে প্রথম নির্বাচিত হন। পরে ২০১৪ ও ১৮ সালে টানা তিনবার এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় থাকা সুবিদ আলীসহ অন্যান্যদের টপকে মনোনীত হলেন ইঞ্জিঃ আব্দুস সবুর ।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর বুয়েটের ছাত্র সংসদের জিএস ছিলেন। টানা দুইবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে ইঞ্জিঃ আব্দুস সবুর মনোনয়ন পাওয়ার খবরে দাউদকান্দি ও তিতাস উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছসিত। সন্ধ্যার পর দাউদকান্দি পৌরসদর, গৌরীপুর বাজার, বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ উত্তর, জিংলাতুলিসহ বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।