বন্যায় কুমিল্লার পাঁচ উপজেলায় শতাধিক ইটভাটায় ব্যাপক ক্ষতি
প্রলয়ংকরী বন্যায় কুমিল্লার পাঁচ উপজেলার শতাধিক ইটভাটায় ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং বুড়িচং উপজেলাগুলোর অধিকাংশ ইটভাটা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তবে দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, ব্রাহ্মণপাড়া, চান্দিনা ও মুরাদনগরের ইটভাটাগুলোর ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম বলে জানা গেছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং এবং মুরাদনগর উপজেলার প্রায় ৭০-৮০টি ইটভাটার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যার কারণে এসব ভাটাগুলোর কিলনের দেওয়াল এবং জিগজ্যাগের পাইপ লাইন নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ইটভাটাগুলো মেরামত করতে ২০-৩০ লাখ টাকা ব্যয় হতে পারে।
ইটভাটার মালিকরা জানিয়েছেন, হঠাৎ বন্যার কারণে মেশিনপত্র, মূল্যবান দলিলাদি এমনকি গাড়িগুলোও সরিয়ে নেওয়া যায়নি, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এছাড়া কাজ না করিয়েও শ্রমিকদের বেতন এবং খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কুমিল্লা জেলার সহ-সাংগঠনিক সম্পাদক এবং লাকসাম শাখার সভাপতি রফিকুল ইসলাম জানান, তার ব্রিক ফিল্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, চৌদ্দগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন জানান, তার উপজেলায় ৪০টি ব্রিক ফিল্ডের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, এ উপজেলায় ২৪টি ইটভাটার মধ্যে ১১টির ক্ষতি হয়েছে। এসব ভাটার প্রতিটি মেশিনের মূল্য ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত, ফলে আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫০ লাখ টাকা।
তবে, দাউদকান্দি ও মেঘনা উপজেলায় কোনো ইটভাটায় বন্যার কারণে তেমন ক্ষতি হয়নি বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব জানান, কুমিল্লায় ২৯১টি ইটভাটার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি সম্পূর্ণরূপে নেমে গেলে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ধারণ করা যাবে, এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।