Tag Archives: ইটালীর ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নির্বাচিত দাউদকান্দির নজরুল ইসলাম

ইটালীর ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নির্বাচিত দাউদকান্দির নজরুল ইসলাম

 

স্টাফ রিপোর্টারঃ
পৃথিবীর সেরা পর্যটক শহর হিসেবে খ্যাত ইটালীর ভাসমান শহর ভেনিসে বসবাসরত বৃহত্তর কুমিল্লাবাসীদের সংগঠন “বৃহত্তর কুমিল্লা সমিতি”র সভাপতি নির্বাচিত হলেন দাউদকান্দির নজরুল ইসলাম ভূইয়া। ৫জুলাই ভেনিসের বাঙ্গালী অধ্যুসিত এলাকা মারঘেরা বাংলা মিউজিক হলরুমে সংগঠনের সকল উপদেষ্টা ও সদস্যদের সমর্থনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়া চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শাহাদাৎ হোসাইন সাধারণ সম্পাদক এবং বি-বাড়িয়া জেলার ফকরুল ইমাম দুলাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বি-বাড়িয়া জেলার সিদ্দিকুর রহমান বকুল নির্বাচিতদের নাম ঘোষণা করেন এবং একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সময় নির্ধারণ করে দেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দোঘর গ্রামের ঐতিহ্যবাহী ভূইয়া বাড়ীর মৃত লাল মিয়া ভূইয়ার ছেলে। ওই ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তাজুল ইসলাম(তাজু মাষ্টার) এর ছোট ভাই নজরুল ইসলাম ২৫ বছর ইটালীর ভেনিস শহরে সুনামের সহিত ব্যবসা করছেন।

সহকারী নির্বাচন কমিশনার আব্দুল মান্নানের (চাদঁপুর) পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল(কুমিল্লা), আব্দুল বারি(কুমিল্লা), আব্দুল কুদ্দুস চৌধুরী, রফিকুল হক, হুমায়ুন কবির এবং সমন্বয় কমিটির সদস্য শরীফ মৃধা প্রমূখ।

বৃহত্তর কুমিল্লা সমিতির নব-নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম ভূইয়া আজকের কুমিল্লাকে বলেন, ভেনিসে বসবাসরত বৃহত্তর কুমিল্লার কোন মানুষ বিপদে পড়লে সবার আগে আমাদের সমিতি এগিয়ে আসবে। সমিতির উন্নয়নে সকল বিতর্কের উর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত দলমত নির্বিশেষে বৃহত্তর কুমিল্লার সবাই এক হয়ে সমিতির ছাঁয়াতলে এসে প্রবাসীদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।