Tag Archives: ইতিহাস রচনা

ইতিহাস রচনার দোরগোড়ায় শাহরুখ

ইতিহাস রচনার দোরগোড়ায় শাহরুখ

ডেস্ক রিপোর্ট:

বলিউডে একের পর এক ব্যর্থতাসহ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল একাধিক সিনেমা।! অনেকেই ভেবেছিলেন আর হতো ফিরতে পারবেন না শাহরুখ খান। কিন্তু তিনি ফিরলেন, ছড়ালেন ম্যাজিক। তবে এবার নতুন এক ইতিহাস রচনার পথে বাদশা।

তবে ‘জওয়ান’-এর ১০০০ কোটির ব্যবসা বলিউডের নতুন কোনো লক্ষ্য নয়। এর আগে আমিরের ‘দাঙ্গাল’ পার করেছে শুধু হাজার নয়, দু’হাজারের গণ্ডি। দক্ষিণী সিনেমা বাহুবলী টু, আরআরআর, কেজিএফ টু-ও পার করেছে হাজারের গণ্ডি। এমনকি শাহরুখের ‘পাঠান’-এর আয়ও ছাড়িয়েছিল ১০০০ কোটির গণ্ডি। এবার হাজার কোটির দোরগোড়ায় শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’। এর আয় ১০০০ কোটি ছাড়ালেই বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবেন বলিউড বাদশা।

যে কারণে ইতিহাসে নাম লেখাতে পারেন শাহরুখ

আমির খান, প্রভাস, রামচরণ, যশের সিনেমা হাজার কোটি ব্যবসা করলেও তাদের একটি করে সিনেমা এ এক্সক্লুসিভ ক্লাবে জায়গা পেয়েছে। যদি এ বছরেই শাহরুখের ‘জওয়ান’ বিশ্বজুড়ে হাজার কোটি পার করতে পারে, তাহলে তিনিই হয়ে উঠবেন প্রথম মেগাস্টার। যার একই বছরে দুটি সিনেমা একসঙ্গে পার করবে হাজার কোটির গণ্ডি। তাই কিং খানের ফ্যানদের উন্মাদনা তুঙ্গে।

১৩ দিনে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ সিনেমার বক্স অফিস কালেকশন ভারতীয় মুদ্রায় ৯০৭ কোটি ৫৪ লাখ। শুধুমাত্র ভারতেই সিনেমার আয় ৪৫৭.৫৯ কোটি টাকা।

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এ সিনেমার গল্প ও পরিচালকের আসনে চমকে দিয়েছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এ সিনেমাতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। এতে দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখকে। গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

‘জওয়ান’ সিনেমাতে একদিকে বাদশা পুলিশ অফিসার তো অন্যদিকে সেনা, একদিকে বাবা তো অন্যদিকে ছেলে। সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এ সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা। কার্যত ‘জওয়ান’ জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশের শাহরুখপ্রেমীরা। এখন শুধুমাত্র বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়ার অপেক্ষা।