Tag Archives: ইমামতি

ছেলের ইমামতিতে কুসিক মেয়র রিফাতের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

শোকার্ত হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাতের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) জুমার নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষ শরিক হন। জুমার নামাজের পর থেকে ঈদগাহ ময়দানমুখী মানুষের ঢল নামে নানা শ্রেণি, পেশা ও বয়সের মানুষ।

ঈদগাহ ময়দানে কফিনের জন্য অপেক্ষা করতে থাকেন। জানাজায় ইমামতি করেন মেয়র আরফানুল হক রিফাতের একমাত্র ছেলে এহতেশাম রাঈয়ান।

জানাজায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজিব মোহাম্মদ ফখরুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আব্দুল মঈন, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী প্রমুখ।

জানাজা শেষে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় আরফানুল হক রিফাতকে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

এর আগে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘদিনের রাজনৈতিক কার্যালয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেয়র রিফাতের মরদেহ রাখা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরফানুল হক রিফাত।