Tag Archives: ইসির আপত্তিতে আটকে গেল কুমিল্লাসহ ৯ জেলায় ডিসির যোগদান

ইসির আপত্তিতে আটকে গেল কুমিল্লাসহ ৯ জেলায় ডিসির যোগদান

ডেস্ক রিপোর্ট:
নির্বাচন কমিশনের আপত্তিতে আটকে গেল ৯ জেলায় নতুন ডিসিদের যোগদান। ওই জেলাগুলোতে নির্বাচন চলার কারণে ইসি থেকে আপত্তি জানিয়ে চিঠি দেয়া হয় সরকারের কাছে। এরপর ডিসিদের যোগদান স্থগিত করে সরকার। এর আগে গত ২৮শে জানুয়ারি ময়মনসিংহ, রাঙামাটি, ঝিনাইদহ, ভোলা, দিনাজপুর, জামালপুর, কুমিল্লা, কুষ্টিয়া ও হবিগঞ্জ জেলায় ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সাতজন প্রথমবার ডিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন। আর জামালপুরের ডিসিকে ময়মনসিংহ এবং হবিগঞ্জের ডিসিকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

জেলাগুলোতে স্থানীয় সরকার নির্বাচন চলায় ডিসি বদলি নিয়ে নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে।

নির্বাচন চলাকালে সংশ্লিষ্ট জেলার ডিসি, এসপিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করতে হলে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হয়।

উল্লিখিত বদলির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন চিঠি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র ডিসিদের যোগদান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।