Tag Archives: ঈদের দিনে কুমিল্লায় শিশু পরিবারের মাঝে জেলা প্রশাসক ও তাঁর পত্নী

ঈদের দিনে কুমিল্লায় শিশু পরিবারের মাঝে জেলা প্রশাসক ও তাঁর পত্নী

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুমিল্লার শিশু পরিবারের শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর ও জেলা প্রশাসক পত্নী বেগম মনিরা নাজনীন । এ সময় শিশুদের নগদ টাকা, খাবার প্রদান করে জেলা প্রশাসক ও তাঁর পত্নী।

বুধবার (২২ আগষ্ট) বিকেল ৪ টায় নগরীর সংরাইশ শিশু পরিবারে পরিদর্শনে যান জেলা প্রশাসক ও তার পত্নী । এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে ইলাহী ও শিশু পরিবারের কর্মকর্তাবৃন্দ।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল ফজল মীর দৈনিক আজকের কুমিল্লাকে জানান, মুসলিম বিশ্বের মহান উৎসবের দিনে এসব কোমলমতি শিশু ও কিশোর-কিশোরীদের সাথে সময় কাটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তাদের সাথে আলোচনা করতে পেরে ভাল লাগছে।