Tag Archives: ঈদের পরই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

ঈদের পরই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

 

ডেস্ক রিপোর্ট:

‘লকডাউনের’ দীর্ঘমেয়াদি সুফল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ঈদকেন্দ্রিক কেনাকাটা এবং সড়কে–ঘাটে যে ভিড় দেখা যাচ্ছে, তাতে চলতি মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশে আবার করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এর সঙ্গে বাড়তি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ভেরিয়েন্ট (রূপান্তরিত ধরন), যা ইতিমধ্যে বাংলাদেশেও শনাক্ত হয়েছে।

আর এই ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামলানো মুশকিল হবে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি দেখে স্বাস্থ্য অধিদপ্তরও আশঙ্কা করছে, ঈদের পর দেশে সংক্রমণের আরেকটি ঢেউ আসতে পারে।

গত বছর দেশে ঈদুল ফিতরের পরপরই করোনাভাইরাসের সংক্রমণে বড় লাফ দেখা দিয়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় এবারও একই পরিস্থিতি দেখা দিতে পারে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারে যে নিম্নমুখী প্রবণতা ছিল, তা একটা পর্যায়ে এসে ইতিমধ্যে থমকে গেছে। গত পাঁচ দিনে খুব সামান্য হলেও রোগী শনাক্তের হার বাড়তে দেখা গেছে।