Tag Archives: উইলিয়ামসনের কাছে হারলো প্রোটিয়ারা

উইলিয়ামসনের কাছে হারলো প্রোটিয়ারা

 

স্পোর্টস ডেক্সঃ

শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৮ রান। হাতে আরও ৪ উইকেট থাকলেও স্বস্তি ছিল না কিউইদের মনে। বোলিংয়ে এসে ফিল্ডিং সাজানো নিয়ে কিছুটা সময় ক্ষেপণ করলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু লাভ হলো না। আন্দ্রে ফেলুকাওয়াওয়ে প্রথম বলে এক রান নিলেন মিচেল স্যান্টনার। দ্বিতীয় বলে চাপের মুখে বল মাঠের বাইরে ছিটকে ফেললেন কেন উইলিয়ামসন। জয়টা হাতের মুঠোই চলে আসার পাশাপাশি সেঞ্চুরিটাও করে ফেললেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক।

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা শেষ বলে চার মেরে করেছে ২৪৫ রান।