Tag Archives: উচ্ছ্বসিত পরীমনি

প্রথমবার আব্বু ডাক শুনলো রাজ, উচ্ছ্বসিত পরীমনি

ডেস্ক রিপোর্ট:

চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা রাজের ছেলে রাজ্য আজ প্রথমবারের মতো রাজকে আব্বু ডেকেছে। এতে ভীষণ উচ্ছ্বসিত রাজ-পরীমনি। ছেলেরা আব্বু ডাকের ভিডিও-ও প্রকাশ করেছেন পরীমনি।

ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে পরীমনি লিখেছেন, তাদের এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।