Tag Archives: উপজেলার

কুমিল্লার সদর দক্ষিণে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।

সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, তাদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি ওদের নানার বাড়ি ঘোষ গাঁও গ্রামে থাকার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক কোন থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫ ফিট/২০ ফিট এই গর্ত অনেক গভীর। পরিবার সূত্রে যা জানতে পারলাম, তারা হয়তো পানিতে খেলছিল। এ সময় দুজনে ডুবে মারা যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুজনের নিহতের বিষয়টি জেনেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে মিনহাজ (১) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির বাহুড়া গ্রামের হাজি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুর ২ টার দিকে পরিবারের সবাই খাবার খেতে বসলে ঘরের সামনে বৃষ্টির পানি পড়ে বালতিতে জমা হওয়া সামান্য পানিতে খেলার এক পর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরে থেকে শিশু মিনহাজের মৃত্যু হয়েছে।

পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) দেখে চিৎকার করলে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিনহাজ কে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খোন্দকার বলেন, ঘটনা সম্পর্কে জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার বলেন, এই বিষয়ে থানায় কেউ কিছু জানায় নি।

 

দাউদকান্দিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শনিবার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)। আগামী শনিবার(১৫ জুলাই ) উপজেলার পেন্নাই-বাবুরহাট সড়কের বারপাড়া ইউনিয়নের ইছাপুরে জায়গাসহ প্রায় ৩৬ কোটি ৬৬লাখ টাকা ব্যায়ে নির্মিত কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা -১(দাউদকান্দি -মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।

গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম জানান, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি(জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন জানান, ট্রেনিং সেন্টারটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কন্সট্রাশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রুপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেয়া হবে।

মূলত মানব সম্পন্ন উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে বলে জানান অধ্যক্ষ।

প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান বলেন, দাউদকান্দি ও আশেপাশের উপজেলা থেকে কাজের উদ্দেশ্যে যারা বিদেশে যায়, তারা মূলত এখানে প্রশিক্ষিত হয়ে যেতে পারবে। আর প্রশিক্ষন নিয়ে বিদেশে গেলে আমাদের শুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশেষ করে দাউদকান্দি তথা গোটা কুমিল্লা থেকে দক্ষ জনবল আমরা বিদেশে প্রেরণ করতে পারবো । প্রশিক্ষন কেন্দ্রটি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় একটি উপহার। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটি প্রতিষ্ঠান দাউদকান্দিতে প্রতিষ্টা করার জন্য।

নারায়ণগঞ্জের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজিরটেক এলাকার আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা দুজনই হাজিরটেক কওমী মাদরাসার শিক্ষার্থী ছিল। সেইসঙ্গে তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়রা জানান, মাদরাসা ছুটির পর তারা বাড়ি ফিরছিল। পথে মাদরাসার পাশের নদীতে তারা গোসল করতে নামে। এ সময় হুমাইরা ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ। মঙ্গলবার(১৩) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের দাউদকান্দির গৌরীপুর গোমতি সেতু উত্তরপাড় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী বিক্ষোব্দ লোকজন মহাসড়কের সেতু এলাকা থেকে দরিকান্দি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা ঘন্টাব্যাপি অবরোধ করে রাখেন।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নিহতের ভাই ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, আমরা এদেশে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুনীর ছেলে মেয়েরা কিলার দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। খুনিরা বাহিরে থেকে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তাই ধরাছোঁয়ার বাইরে থাকা হত্যার পরিকল্পনাকারী মুলহোতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়াতায় আনার দাবী জানাচ্ছি। এছাড়া বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুরুন নবী, শামছুল আলম চেয়ারম্যান, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম সরকার, ওমর ফারুক, সহসভপতি আমির হোসেন, মুকবুল হোসেন, কবির হোসেন ও নিপা মেম্বার প্রমূখ।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দির গৌরীপুর বাজারে বোরকা পরা তিন দুবৃত্তের গুলিতে নিহত হন যুবলীগ নেতা জামাল হোসেন।